১০ জুন এ রিলিজ হওয়া নতুন নতুন ফিচার নিয়ে আসছে এন্ড্রইড ১১

 অ্যান্ড্রয়েড 11 নতুন ভার্সনে কী কী আছে?

প্রতিবারের মতই এন্ড্রইড নিয়ে আসে নতুন নতুন ফিচার এবং তার নতুন ওএস। ঠিক তেমনই ১০ জুন এ রিলিজ হওয়া নতুন নতুন ফিচার নিয়ে আসছে এন্ড্রইড ১১ । তাহলে দেখে নেওয়া যাক কি কি থাকছে এই নতুন এন্ড্রইড ১১ এর মধ্যে

১ নোটিফিকেশন বাবল Notification Bubbles

এন্ড্রইড এর নতুন ভারসনে থাকছে নটিফিকেশন বাবল মানে ফেসবুক মেসেঞ্জার এ যেমন কনভারসেশন বাবল থাকে চ্যাটিং করার জন্য তেমনি এবার এন্ড্রইড ১১ এ আসছে নোটিফিকেশন বাবল। এ ক্ষেত্রে চ্যাটিং করার সময় মাল্টিপুল চ্যাটিং আপ্স কে একই বাবল মধ্যে মধ্যে পাবেন। যা আপনার ব্যাবহার করবে অনেক এডভান্স।

২ স্ক্রিন রেকরডিং

অনেক দিন ধরেই এন্ড্রইডে স্ক্রিন রেকডিং ফিচার আসার ব্যাপারটি কেমন যেন কুয়াশা ছন্ন ছিল কিন্তু এবার এন্ড্রইড ১১ তে , স্ক্রিন রেকরডিং এর সুবিধা টি নিশ্চিত করা হয়েছে তাই এবার থাকছে বিল্ট ইন স্ক্রিন রেকরডিং ফিচার।

৩ মিউজিক কন্ট্রল অন সেস্টাস বার

এবার এন্ড্রইডে বিশেষ ফিচার এর মধ্যে থাকছে মিউজিক কন্টল ফিচার। যেকোন মিউজিক প্লে করার পর আপনি ফোন এর স্টেস্টাস বার থেকে এটি কে কন্ট্রল করতে পারবেন।

৪ স্মার্ট রিপ্লাই

পূর্বের এন্ড্রইডে স্মার্ট রিপ্লাই থাকলেও এবার এটিকে আরো নতুন ভাবে সাজানো হয়েছে এবার স্মার্ট রিপ্লাই এর মাধ্যমে আপনি ফোন এর মেসেজিং এর আপ এর না ঢুকেই সেস্টাস বার এর নটিফিকেশন প্যানাল থেকেই রিপ্লাই করতে পারবেন।

৫ ডার্ক মোড সিডিউলিং

এন্ড্রইড ১০ এ নিশ্চিত করা হয়েছিল যে ডার্ক মোড অবশ্যই থাকবে এবং আমরা তা পেয়েছি কিন্তু এবার এন্ড্রইড ১১ এ এই ডার্ক মোড কে করা হয়েছে একটু এডভান্স যেমন এবার আপনি ডার্ক মোড কে সিডিউল করতে পারবেন যেমন কখন ডার্ক মোড অন থাকবে এবং কখন ডার্ক মোড অফ থাকবে।

এই ছিল কয়েকটি নতুন ফিচার যা বিটা ভারসনে দেখা গিয়েছে তবে আরও নতুন কয়েকটি সুবিধা সামনে দেখা যেতে পারে। আশা করি উত্তর টি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপভোট দেবেন আপনার আপভোট আমার অনুপ্রেরনা। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

No comments

Powered by Blogger.