লক স্ক্রীন প্যাটার্ন ভুলে গেলে কিভাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনলক করা সম্ভব

আপনার  স্মাট ফোনটি যদি এন্ডোয়েড হয়ে থাকে। তাহলে নিন্মলিখিত পদ্ধতি অবলম্বন করুন।

  • প্রথমে মোবাইল টি বন্ধ করুন
  • হোম বাটন+ভলিউম আপ+পাওয়ার বাটন চ্যাপে ধরুন।
  • যখন ফোনে তার ব্রান্ডের নামটি চলে আসবে তখন পাওয়ার বাটন ছেড়ে দিন।

যদি ফোনটিতে হোম বাটন না থাকে তাহলে

  • প্রথমে মোবাইল টি বন্ধ করুন
  • হোম বাটন+ভলিউম আপ চ্যাপে ধরুন।
  • যখন ফোনে তার ব্রান্ডের নামটি চলে আসবে তখন পাওয়ার বাটন ছেড়ে দিন।

আশাকরছি রিকোবারি মোড/ নিচের ছবিটার মতো আসবে

এবার নিম্নলিখিত চুড়ান্ত ধাপ অবলম্বন করুন।

  • Wipe data/factory reset আপশনে রেখে পাওয়ার বাটন ক্লিক করুন।
  • তারপরে ফোন টা reboot system/restart অপশনে রেখে আবার পাওয়ার বাটন প্রেস করুন।

কংগ্রাচুলেশন আপনার ফোন আনলক হয়ে গিয়েছে।

No comments

Powered by Blogger.