কোন ভুলগুলো জীবনকে ধ্বংস করে দেয়?

১। টাকা বা চেহারা দেখে কোনও সম্পর্ক শুরু করা।

২। আপনার নতুন সঙ্গী আপনার পুরাতন বন্ধুদের সাথে সময় কাটানোটা পছন্দ করে না বলে তাদের ভুলে যাওয়া।

৩। ক্লাসের পড়া পড়তে পড়তে নিজের শখ বা পছন্দের বিষয়কে ভুলে বসা। এমনও হতে পারে ওই শখের বিষয়ই আপনার জীবনের লক্ষ্য বা প্যাশন যাকে বলে।

৪। নিজের সাথে মিথ্যে বলা। আপনার হয়তো স্বপ্ন আছে আপনি পাবলিক স্পিকার হবেন, কিন্তু সবার সামনে দাঁড়িয়ে কথা বলার ভয়ে আপনি নিজেকে মিথ্যে বলছেন যে আপনাকে দিয়ে ওসব হবে না। এধরনের মিথ্যে আমরা কম বেশী সবাই বলে থাকি, তাই না?

৫। একবার প্রতারিত হওয়ার পর নিজের আবেগকে সরিয়ে রাখা যেন আপনাকে আর কখনোই প্রতারিত হতে না হয়।

৬। গ্র‍্যাজুয়েশন শেষ করার পর আমি আমার লাইফ গড়া শুরু করব - এমন চিন্তাভাবনা করা। গ্র্যাজুয়েশন শেষ করতে করতে জীবনের তিনভাগের একভাগ পেরিয়ে যায়।

৭। নতুন একটি মোবাইল কিনলেও যত্ন করে মোবাইলের সাথে দেয়া ম্যানুয়াল পড়ে ফেলা অথচ নিজের ম্যানুয়ালকে দুপায়ে মাড়িয়ে যাওয়া। নিজের ম্যানুয়াল বলতে - নিজের মস্তিষ্ক কীভাবে কাজ করে জানার জন্য সাইকোলজি ও বিজ্ঞান চর্চা, সর্বপরি নিজেকে জানা।

৮। কাজে দিচ্ছে না জানার পরও একই রুটিন নিয়ে পড়ে থাকা।

৯। সময় খুব মূল্যবান, কারো জন্য থেমে থাকবে না - এই সাধারণ বিষয়টি না বোঝা। এককথায় - দীর্ঘসূত্রিতা।

১০। একজন ঠিক তখনই ব্যর্থ হয় যখন সে হাল ছেড়ে দেয়। সহজেই হাল ছেড়ে দেয়া জীবনকে বরবাদ করে দেয়ার জন্য যথেষ্ঠ।

১১। ফলোয়িং দ্য ক্রাউড! সবাই যেদিকে দৌড়াচ্ছে অন্ধভাবে সেদিকে দৌড়ানো।

১২। এখানে একটু, ওখানে একটু ঘুরে ফিরে অভিজ্ঞতার ঝুলি ভরালাম, কিন্তু অভিজ্ঞতা কাজে লাগিয়ে টাকা আয় না করা। জীবনে অভিজ্ঞতার পাশাপাশি টাকারও দরকার আছে।

১৩। নিজের সুখের কারণ না খুঁজে, অন্যদের সুখের উৎসকে নিজের মনে করা। আমরা প্রত্যেকে আলাদা, আমাদের সুখের উৎসও ভিন্ন।

১৪। যাকে ভালোবাসেন, তাকে ঠকানো বা প্রতারণা করা।

১৫। স্টিভ জবস জন্মানোর সময় তাঁর দক্ষতা সাথে করে আনেন নি, জন্মানোর পর এই মাটির দুনিয়ায় দক্ষতা অর্জন করেছেন। দক্ষতা বা স্কিল কেউ জন্মসূত্রে পায় না, অর্জন করতে হয়।

১৬। ওহ! বরাবরের মতো নিজেকে অযোগ্য ভাবা। আমাকে দিয়ে হবে না, আমি ঠিক করে কথাই বলতে পারি না...

১৭। সকালে চারা লাগিয়ে বিকেলে ফল প্রত্যাশা করা। কেউ রাতরাতি সফল হয় না, সফল হতে সময় লাগে।

১৮। আর তারপর, আরও একবার হাল ছেড়ে দেয়া।

চিত্রসূত্র : গুগল


No comments

Powered by Blogger.