আসামে ঘুরে দেখার মত সেরা ১০ টি স্থান

আসামে ঘুরে দেখার মত জায়গা বললে মাত্র দশটি জায়গা বেছে নেওয়া কষ্ট। আমার যে জায়গাগুলোর কথা মনে পড়ছে আমি লিখছি। রাষ্ট্রীয় উদ্যান, মন্দির, ঐতিহাসিক স্থান, চা বাগান, পাহাড়, সবকিছু একটু করে ছুঁয়ে যেতে চেষ্টা করবো।

  • কাজিরাঙ্গা রাষ্টীয় উদ্যান- আসামের রাজধানী গুয়াহাটিতে চলে আসুন, আমি যে জায়গা বলছি সেগুলো যেতে এখান থেকে গেলে সুবিধা হবে। গুয়াহাটি থেকে বাস নিয়ে কাজিরাঙ্গা চলে যান। সেখানে এক শৃঙ্গী গণ্ডার বিখ্যাত, কারণ এটা বিরল প্রজাতি। আপনাকে ঘুরতে হবে হাতির পিঠে বা জিপে চড়ে, পশু পাখি কিছু খাঁচায় বন্দি থাকবে না। তবে সেখানে গেলে নভেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে যেতে হবে, তারপর কিছুদিন ওটা বন্ধ থাকে।
  • জোরহাট- মোলাই ফরেস্টের[1]নাম শুনেছেন? জাদেব মোলাই ফায়েং নামে এক ভদ্রলোক একা হাতে ত্রিশ বছর ধরে গাছ লাগিয়ে এই এত বড় বন তৈরি করেছেন। তাছাড়াও এখানে রয়েছে গিবন অভয়ারণ্য, টোকলাই টি রিসার্চ সেন্টার। ভারতে শুধুমাত্র গিবন অভয়ারণ্যেই গিবন দেখা যায়।
  • মাজুলি- বিশ্বের সর্ববৃহৎ নদীদ্বীপ। এখানে বেশ কিছু বৈষ্ণব সত্র[2]রয়েছে। তা ছাড়াও এই জেলার কিছু গ্রামে মুখোশ তৈরির কাজ হয়। এটা সাধারণ মুখোশ নয়। পঞ্চদশ শতাব্দীতে শ্রীমন্ত শঙ্করদেব রচিত 'অঙ্কিয়া ভাওনা[3]'-তে (নাটক) এই ধরনের মুখোশ ব্যবহার হত। এত বছরের পুরনো শিল্পকে এখনো এরা ধরে রেখেছে। জোরহাট আর মাজুলি একসাথে ঘুরে নিতে পারেন।
  • কামাখ্যা- উমানন্দ - কামাখ্যা হচ্ছে একান্ন পীঠের অন্যতম। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কামাখ্যা দর্শনের আগে উমানন্দ দর্শন করতে হয়। ময়ূর দ্বীপে অবস্থিত এই মন্দিরে যেতে হলে ব্রহ্মপুত্রের পারে একটি নির্দিষ্ট জায়গা থেকে ফেরি নিয়ে উমানন্দ যেতে হয়। ব্রহ্মপুত্রের বুকে ফেরি চড়ে বেড়াতে মজা লাগে বেশ। আমি গত বছর গিয়েছিলাম। আর কামাখ্যা গাড়ি করে যাওয়া যায়। গুয়াহাটি গেলে ওই দুই জায়গায় যাওয়া যাবে।
  • মানস রাষ্টীয় উদ্যান- ইউনেস্কোর দ্বারা স্বীকৃত প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান (World Heritage site), ব্যাঘ্র প্রকল্প সংরক্ষিত বনাঞ্চল (Project Tiger Reserve), হাতি সংরক্ষিত বনাঞ্চল (Elephant Reserve), তথা বায়োস্ফিয়ার রিজার্ভ (Biosphere Reserve)৷ উত্তরে মানস নদী তথা ভূটান রাজ্য, দক্ষিণে বাঁহবাড়ি, পালসিগুরি এবং কাটাঝাড় গাঁও, পশ্চিমে সোণকোষ নদী থেকে পূর্বে ধনশিরি নদী পর্যন্ত এই রাষ্ট্রীয় উদ্যানটি বিস্তৃত[4]। কাজিরাঙ্গার মত এটাও নভেম্বর থেকে এপ্রিলে যেতে হবে, বাকি সময়ে বন্ধ থাকতে পারে। আর বিশেষ পারমিট নিতে হবে।
  • ডিব্রুগঢ়- সিংফো- চা বাগান দেখতে চাইলে ডিব্রুগঢ়েও যেতে পারেন। চা গাছ লাগানো থেকে শুরু করে চা উৎপাদনের প্রতিটি পদক্ষেপ দেখতে পারেন । সেখান থেকে সিংফো গ্রামে যেতে পারেন। বলা হয় যে ব্রিটিশরা নাকি প্রথম এই সিংফো ট্রাইবদের থেকেই চা লাগানো শিখেছিল। শুধু তাই নয়, সেখানে টি টেস্টিং সেশনে বিভিন্ন রকম চা চেখে দেখতে পারেন।
  • হাফলং- শহরটি অসমের ডিমা হাসাও জেলায় পড়ে, উচ্চতায় ৫১২ মিটার। এই জায়গাকে উত্তর পূর্ব ভারতের Switzerland বলে ডাকা হয় (অবশ্য সেখানে বরফ পড়ে না)। যদি সময় পান তাহলে হাফলং যেতে পারেন, কিন্তু গৌহাটি থেকে দূরে আছে। হাফলং শিলচর থেকে গেলে সুবিধে হয়। প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ পেতে হলে অবশ্যই হাফলং যান। সেই সাথে যাবেন জাটিঙ্গা। হাফলং থেকে ৯ কিলোমিটার দূরে এই গ্রাম পাখিদের জন্য বিখ্যাত। অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে অনেক পাখি নাকি এখানে এসে আত্মহত্যা করে! তা যাই হোক, অনেক রকমের পাখি দেখা যায় এখানে এলে।
  • মাইবং- হাফলং থেকে ৪৫ কিলোমিটার দূরে মাইবং। এই জায়গা একসময় কাছাড়ি রাজাদের আমলে রাজধানী ছিল। সেই প্রাসাদের কিছু অংশ আছে এখনও। তা ছাড়াও রামচন্ডি মন্দির রয়েছে। তা ছাড়াও রাস্তায় অনেক সুন্দর ঝর্না দেখতে পাবেন। হাফলং ঘুরতে এলে তিন চারদিনের প্ল্যান করে আসুন, একসাথে মাইবং ঘুরে যেতে পারবেন।
  • তেজপুর- তেজপুরকে বলা হয় আসামের সাংস্কৃতিক রাজধানী। বেশ কিছু দেখার জিনিস আছে তেজপুর ও তার আশেপাশে। নামেরি রাষ্ট্রীয় উদ্যান তার মধ্যে অন্যতম। তা ছাড়াও চিত্রলেখা উদ্যান, অগ্নিগঢ়, কালিয়া ভোমরা সেতু নিয়ে আরো কিছু জায়গা রয়েছে।
  • শিবসাগর- ঐতিহাসিক শহর। ভারতীয় ইতিহাস মতে আহোম সাম্রাজের রাজধানী এখানে ছিল। আহোম স্থাপত্য দেখতে হলে শিবসাগর যেতে হবে। এদের অন্যতম রংঘর, কারেংঘর, তলাতল ঘর।

কাজিরাঙ্গা, কামাখ্যা ইত্যাদি বেশিরভাগ জায়গায় যেতে হলেই গুয়াহাটি থেকে যেতে পারবেন। সেখানে গেলে একবার বিকেলে সূর্যাস্তের সময়ে ব্রহ্মপুত্রের পারে গিয়ে দেখবন। খুব সুন্দর লাগবে। হয়তো বুঝতেই পারবেন না যে অনেক দূরে ওটা জল না আকাশ, এমনভাবে মিশে যাবে দুটিতে।

 

কেউ যদি এসব জায়গায় যেতে চান তাহলে বিশদ জানতে এই লিঙ্কগুলো দেখতে পারেন-

Kaziranga Wildlife Package - Wildlife Holidays & Tour Packages Kaziranga

Jorhat Travel Guide

Majuli Tourism | Sustainable Tourism Development

A trip to Umananda Island in Assam will be any wanderer’s dream, know why

 

      

 

No comments

Powered by Blogger.