এন্ড্রোয়েড অ্যাপগুলো থেকে উপযোগিতার দিক থেকে টপ-টেন তালিকা

সবাই সিস্টেম App গুলোকে ধরে উত্তর দিচ্ছে, আমি উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই সিস্টেম app গুলোকে লিস্টের মধ্যে নিচ্ছি না, কারণ ওগুলো তো permanently ফোনে থাকে। আমি google play store থেকে download করা apps গুলোর কথাই শুধু বলবো।

১) XODO DOCUMENT:

আমি পাঠকদের অনুরোধ করবো 'ADOBE ACROBAT' uninstall করে দিন। আর 'xodo document' install করুন। Pdf file বা pdf বই পড়ার জন্য এর থেকে ভালো app আমি কোনদিন দেখিনি। আমি আগে adobe acrobat ব্যাবহার করতাম, কিন্তু প্রায় 2 বছর আমি xodo document ব্যাবহার করছি। এখানে আপনি কত সুন্দর ভাবে file গুলো সাজাতে পারবেন। List view এর সাথে আপনি grid view করতে পারেন । grid viewতে আপনি একটি, দুটি ,তিনটি, চারটি বা পাঁচটি বই কে একটি সারিতে সাজাতে পারবেন। যদি app টা পছন্দ না হয় তাহলে এসে আমার উত্তর downvote দিন বা report করে দিন। আমি আপনাকে guarantee দিচ্ছি এটা পাওয়ার পর আপনাকে জীবনে adobe acrobat বা অন্য কোনো pdf reader download করতে হবে না।

২) Google translate:

সত্যি এত সুন্দর একটি app আগে জানতামই না। এই app টা আমাকে Xodo ডকুমেন্ট থেকে recommend করে দিয়েছিল। আগে আমি "Bangla Dictionary" , "English Dictionary" ইত্যাদি ব্যাবহার করতাম। Google translate আরো সুবিধাজনক। কারণ, আপনি হয়তো পড়ছেন , কোনো english word এর মানে বুঝতে পারছেন না, জাস্ট লিখাটার উপর চেপে ধরুন copy করুন, উপরে একটা google translate এর চিহ্ন আসবে, ওখানে ক্লিক করলেই ব্যাস আপনি অর্থ পেয়ে যাবেন, আপনি সেখানে explanationও পেয়ে যাবেন। আপনাকে কষ্ট করে Bangla বা English dictionary যেতে হবে না।

৩) Whatsapp :

এটি বহুল প্রচলিত app আমাদের দেশে। বাংলাদেশও হয়তো একই ব্যাপার। সবাই এর সাথে খুব পরিচিত তাই বেশি কিছু লিখছি না। আমার জন্য এটাও খুব প্রয়োজনীয় একটি app।

৪)Quora:

এর কথা তো আমাকে আলাদা করে বলার দরকার নেই, কারণ যিনি পড়ছেন তিনি তো অলরেডি Quora তে আছেন।

৫)Desmos :

এটা একধরণের graphing calculator। Calculator এর সাহায্যে গুলিয়ে ফেলবেন না। এটা আসলে গ্রাফ প্লট করে তো তাই এর নাম graphing calculator ।এর সাহায্যে আপনি যেকোনো ধরণের 2-dimensional গ্রাফ প্লট করতে পারবেন। আমি বিভিন্ন সময়ে গুগল play store থেকে বিভিন্ন রকম গ্রাফ প্লট করার app download করেছি। তবে আমার মনে হয় না এর থেকে সুবিধাজনক আর কিছু আছে কিনা। এরকম আর একটি graphing calculator রয়েছে যার নাম Geo gebra, কিন্তু আমার কাছে desmos তুলনামূলকভাবে ভালো।

৬)Sarkari job alert:

এটা ভারতের জন্য। এটিও খুব সুবিধাজনক। বিভিন্ন category চাকরি এর জন্য আলাদা আলাদা option রয়েছে। তাছাড়া বিভিন্ন যোগ্যতার জন্য আলাদা অপশন রয়েছে । যার ফলে আপনি নিমেষেই আপনার উপযুক্ত চাকরি গুলো খুঁজে পেয়ে যাবেন।আপনি আপনার পছন্দ মতো category তে গেলেই সেখানে যাবতীয় latest চাকরি এর সন্ধান পেয়ে যাবেন। এরকম আরেকটি সুবিধাজনক app হচ্ছে "কর্মসংস্থান online" ,এটিও বেশ ভালো।

৭)Mx player:

এটা হয়তো অনেকে ভাববেন যে সাধারণ app,এরকম তো অনেক app-ই আছে। আমিও আগে সমান ভাবতাম। কিন্তু, এটা পরবর্তীকালে uodated হয়ে অনেক সুন্দর সুন্দর feature যোগ হয়েছে। এখন mx player এর মাধ্যমে online এ অনেক movie ,webseries, program ফ্রী তে দেখা যাচ্ছে। যেখানে hotstar এ টাকা দিয়ে subcription নিতে হচ্ছে , কিন্তু, এখানে আপনি ফ্রী তে বিভিন্ন Movie পাবেন(তবে, সব movie হয়তো পাবেন না, তবুও, অনেক ভাল movie আপনি ফ্রী তে দেখতে পাবেন online এ, আর সেজন্যই আমি লিস্টে এটা রেখেছি।)

৮) Where is my train:

যখন আমি ট্রেনে যাওয়া আসা করি তখন এটি আমার কাছে খুব প্রয়োজনীয় app । যে কারণে আমি এটা পছন্দ করি তা হল- কত নম্বর প্লাটফর্মে কোন সময় ট্রেন থাকবে এটা জানিয়ে দেয়, নাহলে আমি তো কোন ট্রেনে উঠবো বুঝতেই পারতাম না😀। এরকম অনেক app আমি ব্যাবহার করেছি তবে এই app টা আমার কাছে তুলনামূলক ভাবে সুবিধাজনক।

৯)Download videos and music for free (save from. net):

আমি যখন প্রথম এই app টা ইনস্টল করেছিলাম তখন এটা গুগল play store এ পাই নি। আমি আলাদা ভাবে chrome থেকে download করেছি। তবে, পরবর্তীকালে একবার uninstall হয়ে যাওয়ার পর আমি পুনরায় এটি chrome এ গিয়ে পাই নি। তবে ওদের websiteএ গিয়ে আমি add to home screen করে দিয়েছি, এখন ওটা অন্যান্য app এর মতোই home screen এ থাকে। Quora তে অনেকেই জিজ্ঞেস করেন যে, কিভাবে youtube video download করে file manger এ আনা যায়। আমি তাদেরকে বলবো আপনারা এটি download করুন। আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন quality এর ভিডিও download করতে পারবেন। পদ্ধতিটি এরকম-

আপনি youtube কোনো ভিডিও download করতে চাইলে share অপশন এ ক্লিক করুন, দেখেবন copy বলে একটি অপশন আছে, সেটিতে ক্লিক করুন কপি হয়ে যাবে। এরপর Download videos and music for free খুলুন,সেখানে গিয়ে লিংক paste করে দিন, তবে এইখানে একটা ঝামেলা আছে, সবসময় বিভিন্ন অপ্রয়োজনীয় লিংক খুলে যায়, সেটি আপনি কেটে দিবেন বা back করে দিবেন একবার, তখন দেখবেন download option দেখাচ্ছে।

১০)Dailyhaunt:

বাংলা ,ইংরেজি বা হিন্দি যেকোনো ভাষায় news পড়ার জন্য সেরা app। এটাও পরিচিত app সবার তাই বেশি কিছু লিখলাম না।

ধন্যবাদ।

No comments

Powered by Blogger.