মুখের মেছতা দূর করার ঘরোয়া উপায়


মুখের সৌন্দর্য হানি করতে মেছতা একাই একশ। মুখে বাদামী রঙের যে ছোপ ছোপ দাগ হয়ে থাকে তাকে মেছতা বলে। বয়স বাড়ার সঙ্গে কিংবা বংশগত কারণে অনেকের মুখে মেছতার ছাপ পড়ে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মেছতা দূরীকরণ ক্রিম পাওয়া যায়।


তবে সেগুলো সাময়িকভাবে দাগ দূর করলেও ব্যবহার বন্ধের পর আবারও মেছতা জায়গা দখল করে। এর থেকে চিরস্থায়ী রেহাই না মিললেও বিশেষ যত্নের মাধ্যমে এর দাগ কমানো সম্ভব। ঘরোয়া পদ্ধতিতে কীভাবে মেছতা দূর করবেন তা জেনে নিন-


মধু ও টকদই একটি বাড়িতে দুই থেকে তিন টেবিল চামচ মধু নিয়ে এতে দিন আধা টেবিল চামচ টকদই। খুব ভালো করে মিশিয়ে পেস্টের মতো তৈরি করে ত্বকে লাগান। ৩০ মিনিট ত্বকে রেখে ঠান্ডা পানি দিয়ে ঘষে তুলে ফেলুন। নিয়মিত ব্যবহারে মেছতার দাগ থেকে মুক্তি পাবেন।


এক টুকরো লাউ নিয়ে চুলার আগুনে হালকা করে পুড়িয়ে নিন। এই পোড়া লাউ মেছতার দাগের ওপর ঘষুন ভালো করে প্রতিদিন এই পদ্ধতিটি মেনে চলুন। দেখবেন কিছুদিনের মধ্যেই মেছতার দাগ থেকে রেহাই পাবেন।


দুধ ও এক চিমটি দারুচিনি গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি মেছতার দাগের ওপর লাগান। শুকিয়ে এলে ঠান্ডা পানি দিয়ে আলতো ঘষে তুলে ফেলুন। প্রতিদিন ব্যবহারে দ্রুত ফল পাবেন।


অর্জুন গাছের ছাল রোদে শুকিয়ে গুঁড়া করে নিন । এরপর প্রতিদিন এক চা চামচ গুঁড়াতে পরিমাণ মতো মধু মিশিয়ে পেস্ট তৈরি করে মেছতার দাগের ওপর লাগান। ৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহারে ভালো ও দ্রুত ফল পাবেন ।

No comments

Powered by Blogger.